প্রকাশিত: Fri, Mar 3, 2023 2:16 PM আপডেট: Sat, Dec 6, 2025 11:43 PM
ইউক্রেন ইস্যুতে মতবিরোধ
যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের দিল্লি সম্মেলন
সালেহ্ বিপ্লব: বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০, জোটের শীর্ষ সম্মেলন আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে। শীর্ষ সম্মেলন সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হলো। বাংলাদেশ এ জোটের সদস্য না হলেও বর্তমান সভাপতি ভারতের আমন্ত্রণে শীর্ষ সম্মেলনে অংশ নেবে।
বিবিসি জানায়, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় ঐকমত্যের পথে বাধা হয়ে দাঁড়ায ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ শুরুর একবছর পর এই সম্মেলনেই প্রথম মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে একে অপরকে কটাক্ষ করে কথাও বলেছেন তারা। অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ইউক্রেনে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসন এবং অন্যায় যুদ্ধের কারণে বৈঠকের আলোচনা পণ্ড হয়েছে।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, পশ্চিমারা ব্ল্যাকমেইল করার অপচেষ্টা চালাচ্ছে। হুমকিও দিচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি এও বলেন, পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যাতে তারা ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানায়। পশ্চিমারা সবকিছুতে এবং প্রত্যেককেই চাপ দেওয়ার চেষ্টা করছে।
জি-২০ জোটের বর্তমান সভাপতি ভারত জানিয়েছে, তারা ইউক্রেন যুদ্ধ থেকে আলোচনা অন্যদিকে ফেরাতে চেয়েছিলো। উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করতে চেয়েছিল। কিন্তু ইউক্রেন নিয়ে বাদানুবাদে সব কিছু ভেস্তে গেছে। এ ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। নকিন্তু বিভিন্ন দেশের মধ্যে বিষয়টি নিয়ে তীব্র মতবিরোধ ছিল। আমরা সেটিকে স্তিমিত করতে পারিনি।
গত সপ্তাহে হয়ে যাওয়া অর্থমন্ত্রীদের সম্মেলনেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন জি-২০ নেতারা। এদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ফ্রন্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এবং কোরিয়ান ভাইস মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স লি ডো-হুনের সঙ্গে বৈঠক করেছেন। তারা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীরতর করার উপায় এবং চলমান ভূ-রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীদের একটি গ্রুপের সাক্ষাৎকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও এতে যোগ দেন। এছাড়াও তিনি মিশর, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে